আরো ছড়াছড়ি

দূর থেকে দেখে যেন লোমশ একটা কোয়ালা।
কাছে গিয়ে দেখি গাছে ঝোলে নোংরা তোয়ালা॥

কামালাম আজ দাড়ি।
মারলি পথে ঝাড়ি?
আছে বউ আর ছেলে,
মারবে তোকে পেলে॥

প্রেমিকজনে যেন মনে করেন না কেউ গুণ্ডা ।
চোখে গগলস, ছাঁটা বগলস, চড়েন হিরো হুণ্ডা ॥

“মাই গড! পুজো এসে গেল সো সুন?”
(দাদার গায়ে গেঞ্জি হাফ-পেন্টুলুন)

বাবু খেল দেখাইলি বটেক
ঘরে ছুঁচা বাইরে হাইটেক॥