সিন্ধুঘোটক সংলাপ

– আচ্ছা বাংলায় ঘোড়ার মতন দেখতে “সি-হর্স” নামক প্রাণীটাকে কী বলে?
– জানি… সিন্ধুঘোটক।
– ঋত্বিকের কেউ হয় নাকি সিন্ধু ঘটক?
– আঃ! ঘটক নয় রে, ঘোটক … মানে ‘ঘোড়া’
– কিন্তু ‘সিন্ধু ঘোটক’ সার্চ করলে যে প্রাণীটি দেখতে পাচ্ছি সেটাকে তো ‘ওয়ালরাস’ বলে এতদিন জনতুম!
– ঘোটক কথাটা ঘোড়াও হয়, আবার ওয়ালরাস ও হয় মনে হয়। তার চেয়ে ‘ঘোড়ামাছ’ বলা যায়?
– ওটা ঠিক ভাল শোনায় না… ‘জলীয় ঘোড়া’ বললে ভাল হয় না?
– না হয়না, কারণ আমরা যে প্রাণীকে জলহস্তী বলি হিন্দীতে সেই প্রাণী ‘জলীয় ঘোড়া’ নামে পরিচিত।
– জলহস্তী? ইউ মিন ওয়াটার এলিফ্যান্ট ইজ ওয়াটার হর্স ইন হিন্দী?