… আয় রে খোকা, যাবি জোকা, তরী করবে পার
এসপ্ল্যানেডে সাঁতার কেটে যাওয়া হল ভার
কলিকালে বাদল দিনে বলেন কর্পোরেশন
ঝরবে যত সহজ তত আর্বান ইরিগেশন
গাঙ্গে এলো জোয়ার
বালির বস্তা দুয়ার
বরষার হল আগমন চারিদিকে দেখি জল
আর্দ্র বাতাসে জীবাণু চড়ানো পকেটে তিনিডাজল
আষাঢ় শ্রাবণ মশার কামড় যুক্ত হল এমন
লোকাল ট্রেনে যাত্রী চেনে র চা আর লেমন