যখন শুনি তুমি বলো
বাবা, মা, ভাই-বোনের কথা
আমি কল্পনাও করতে পারিনা সেই বিস্ময়!
তোমার সত্তার আবির্ভাব অন্যের থেকে,
আর তার পুনরাবৃত্তি অন্যের মধ্যে-
যখন আমার কাছে সম্পূর্ণ অনন্য
আমার ভালোবাসার সৃষ্টি- যেমন বৃক্ষ
যেমন মেঘ, যেমন জল
যা সব আছে শুধু, কিন্তু আমাদেরই
এবং আসে আমাদের থেকে
কেননা আমরা দেখেছি একটি বার
যে ভাবে কেউ কোনদিন আগে দেখেনি
অনাবিল তোমায় জানাই দিয়েছিলো তোমার প্রাণ।
(অনুবাদ, ভালোমানুষ)