নীলকন্ঠ মল্লিকের আরো কযেকটি ছড়া

কুস্তি করবে আখড়াতে ওই শুঁটকেমার্কা বলাই?
খাচ্ছে পাঁচন পেটে নাচন, ভয়ংকর ই-কোলাই

হাটে-বাজারে
আন্না হাজারে
সামনে খালি থালা
খাবে না তো খেয়ো না
ভাত কারুর মেরো না
আমার খিদের জ্বালা

ধৃতরাষ্ট্র বলিল, “কি সংবাদ দেশের সঞ্জয়?”
সঞ্জয় বলিল, “কিসের চিন্তা স্যার, জাস্ট এঞ্জয়”

গোরাসাহেব প্রশ্ন করেন, “ওয়ের আর ইউ ফ্রম?”
“যে দেশের বিদ্যেসাগর, ওরে নরাধম!”

কবি বলল, “বড়ই কষ্ট পরান যাই জ্বলিয়া”
“ওষুধ দিচ্ছি,” বলল ডাক্তার, “রোগটা মেলেঙ্কলেয়া”

ওয়েস্ট বেঙ্গাল
ছিলে বহুকাল
আজ তুমি
পশ্চিমবঙ্গভূমি

আকাশে ওড়ে মুক্ত বিহঙ্গ
পশ্চিমবঙ্গ রইলো পশ্চিমবঙ্গ

আহা পশ্চিমবঙ্গ
চলছে কত রঙ্গ
শুধু তোমার সঙ্গ

কবি নীলকন্ঠ মল্লিক (বৈকুন্ঠ মল্লিকের কনিষ্ট ভ্রাতা)