ওহে কবি জীবনানন্দ, চেয়ে দেখো তোমার ধানসিড়ি
নদীর পাড়ে উঠেছে ধোঁয়া, ইঁটভাটাতে পোড়া বিড়ি
তোমার বেঙ্গালুরু, আমার গাদিয়াড়া
দেখো কবিগুরু, নোবেল নিল কারা
উঠতি বয়েস,কুর্তি পরে ললনা রঙিন
পাড়ার ছোকরা মুগুর ভাঁজে হবে ম্যাসকুলিন
ল্যান্ডলাইন বলে, ‘ওহে মোবাইল, আমি বয়জ্যেষ্ঠ’
মোবাইল বলে, ‘আবার বল, লাইনটা ফাটাকেষ্ট’
টেস্ট ম্যাচ-এরে খেলতে গিয়া করসে হালা ক’রান
ভাবতেসি আর কান্দতেসে অন্তরে মোর পরান
সত্য সেলুকাস বলি গপ্প লেখ ইতিহাস
দেশটা যে জটিল, মুচকি হাসলে অশ্লীল
রথে মিষ্টান্ন সেবন করিতে কদাপি
বায়না করিবেন না রাসুময়রার জিলাপি
রাসমঞ্চে যেমন নাচেন শুনে গোসাঁই, “কালা”
তেমন নাচেন ডিস্কোঠেকে যুবক গাঞ্জাওয়ালা
খেতে ভালো লাগে যাদের তাদের কানে বলি
সয়াসসে সটে করুন চিকেন উইথ ব্রকলি
দেখি রাজ্যে কত রঙ্গ, পশিমবঙ্গ হবে বঙ্গ
আমি পশ্চিম দেশের হ্যাংলা, আমার চোখে জয়-বাংলা
কবি নীলকন্ঠ মল্লিক (বৈকুন্ঠ মল্লিকের কনিষ্ট ভ্রাতা)