ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গদাধারী ভীম রে
মরণ-বাঁচন তুর্কিনাচন, গায়ে যে তার পিমরে।
মগজসৃষ্ট কল্পলোকে যা ভাবি আগামী
সম্ভাবনা ভাঁজ করে রোজ নিত্য ওরিগামি।
কপালভরা তিলক ভেবে কানে ধ্বনি ডঙ্কার
কপাল ফেটে টিকা বিনে হল ধনুষ্টংকার।
পাড়াগাঁয়ের চেনা নাড়ুগোপাল
আমরিকাতে হলেন এপিস্কোপল।
চালাও তুমি সারা বিশ্ব, তাই তোমায় প্রণমি
গ্রীসটা ডুবল, ইউরো ভোগে তুমি ইকনমি।