নীলকন্ঠ মল্লিকের নতুন কয়েকটি ছড়া

প্রাতঃকালে কফি বেগেল
সঙ্গে আছেন নিত্‍সা হেগেল

যেমন গঙ্গাপূজা গঙ্গাজলে
তেমন পাব’ওস্থানে সুরা চলে

হিটলার সিল ক্ষ্যাপা নাত্‍সী
ভাবতসিল মামু জিত্‍সী

অন্ধজনে দেহ আলো
আমাজনের সার্ভিস ভাল

কোনও বস্তু কিনিবার পূর্বে ভাবিবে
কিনিবার পশ্চাতে রহিয়াছে ই-বে

এত জিনিস কেন কিনিস
করগে আগে অংক ফিনিশ

দীপাবলি পকেট খালি সর্বত্র যে টাইট
মোমের বাতি অতি পাতি ভাগ্যে লিচু লাইট

4 thoughts on “নীলকন্ঠ মল্লিকের নতুন কয়েকটি ছড়া

Leave a reply to Aniruddha Cancel reply