কাব্যি করে

ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে গদাধারী ভীম রে
মরণ-বাঁচন তুর্কিনাচন, গায়ে যে তার পিমরে।

মগজসৃষ্ট কল্পলোকে যা ভাবি আগামী
সম্ভাবনা ভাঁজ করে রোজ নিত্য ওরিগামি।

কপালভরা তিলক ভেবে কানে ধ্বনি ডঙ্কার
কপাল ফেটে টিকা বিনে হল ধনুষ্টংকার।

পাড়াগাঁয়ের চেনা নাড়ুগোপাল
আমরিকাতে হলেন এপিস্কোপল।

চালাও তুমি সারা বিশ্ব, তাই তোমায় প্রণমি
গ্রীসটা ডুবল, ইউরো ভোগে তুমি ইকনমি।

4 thoughts on “কাব্যি করে

  1. “পারিনি সহজে তোকে বুঝিয়ে দিতে কাদের দেশ ছিল আমেরিকা
    পারিনি সহজ করে জানিয়ে দিতে কেন ভাঙ্গা হল বার্লিনের দেওয়াল টা
    শুধু পারি খুব সহজে তোর মনে গেঁথে দিতে বেশী টাকা মানে ভালো থাকা”

  2. যবন দেশের পতন হলে কার কি আসে যায়?
    ইউরো নাহয় মাথা কুটুক ইনডো-টাকার পায়.
    আমার মামা(১) তোমার মামি(২)
    ইকনমির সালতামামি
    করতে থাকুন. রিকশা ডাকুন.
    দিল্লিগামী ট্রেন ধরতে দিদিমনি ধায়.
    —————————————————–
    (১) প্রণব; (২) সোনিয়া; (৩) রেতের বেলা যার নাম করতে নেই.

Leave a comment