বর্ষা

… আয় রে খোকা, যাবি জোকা, তরী করবে পার
এসপ্ল্যানেডে সাঁতার কেটে যাওয়া হল ভার

কলিকালে বাদল দিনে বলেন কর্পোরেশন
ঝরবে যত সহজ তত আর্বান ইরিগেশন

গাঙ্গে এলো জোয়ার
বালির বস্তা দুয়ার

বরষার হল আগমন চারিদিকে দেখি জল
আর্দ্র বাতাসে জীবাণু চড়ানো পকেটে তিনিডাজল

আষাঢ় শ্রাবণ মশার কামড় যুক্ত হল এমন
লোকাল ট্রেনে যাত্রী চেনে র চা আর লেমন

6 thoughts on “বর্ষা

  1. জমেছে জল টলমল
    বাঙ্গুর থেকে বেহালা
    পড়েছে গাছ
    So much
    উপচে ব্যথার পেয়ালা |
    এহেন দিনে নিয়েছে চিনে
    প্রবাসী বঙ্গসন্তান
    কবিতার পাঠ সচিন সপাট
    ভালোমানুষ অনির্বান

  2. দেখে যা , যা অনির্বাণ
    বরুন দেবের কি অভিমান।

    ভাবিল না ছাড়ার আগে মূত্র
    কলিকাতায় নেই আর ওর দৌহিত্র।

    এখন নারী ই সব
    জল নয়; মাটি আর মানুষের রব।

    স্টার আনন্দের আনন্দ আজ
    খিচুরি আর ডিম ভাজা থাক,
    পড়ে থাক সব কাজ।

Leave a comment