10 thoughts on “শুভ নববর্ষ – ১৪১৯

  1. শুভ নববর্ষ। সুখের জীবন কাটাচ্ছিস বেটা তুই এখন, চালিয়ে যা। ভালো দেখে একটা পাকা কাতলা পাশ নাকি দেখ তো! রবিবার আজ। একটু মাছের মাথা দিয়ে ডাল আর কালিয়া খেতে ইচ্ছা করছে। চিন্তা করিস না, আগামী নববর্ষে তুইও খেতে পারবি। আর বেশী গরম লাগলে গামছাটা একটু ভিজিয়ে আবার মাথায় জড়িয়ে রাখিস, আরাম পাবি। ভালো থাকিস 🙂

    1. শুভ নববর্ষ গবলু কাকু। মাছ তো একটাও পেলাম না। রাঘব বোয়াল আমার ফাতনা ছিঁড়ে নিয়ে গেল!

  2. হা হা। যা বলা যেত, গাবলু’ই দেখছি বলে দিয়েছে.. খুব মজাদার হযেছে পুরো ব্যাপারটি। আরেকবার শুভ নববর্ষ 🙂

    1. ” আজ ভ্রমর ভোলে মধু খেতে– উড়ে বেড়ায় আলোয় মেতে,
      আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা?”

      শুভ নববর্ষ!

  3. “খোকা যাবে মাছ ধরতে, সঙ্গে যাবে কে?
    বাড়িতে আছে হুলোবেড়াল, কোমর বেঁধেছে।”
    সেই খোকাই একদিন দেখতে দেখতে বড় হয়ে, পড়াশোনা শিখে, ঘোড়ায় চেপে, পালকি নিয়ে স্বপনপুরের রাজকন্যে বিয়ে করতে যাবে 🙂
    নববর্ষের শুভাশীষ 🙂

    1. খুব সুন্দর লিখেছে। এখন আমি সারাদিন ঘুমোই।
      সোনারকাঠি রূপোরকাঠি পড়ে আছে।

      “সূর্য যখন অস্তে পড়ে ঢুলি
      মেঘে মেঘে আকাশকুসুম তুলি।
      সাতসাগরের ফেনায় ফেনায় মিশে,
      আমি যাই ভেসে দূর দিশে–
      পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা
      (মনে মনে)”

      🙂

      ভাল থাকবেন। 😀

  4. খোকা বাবু যায়, লাল জুতো পায়
    বড় বড় দিদিরা সব উঁকি মেরে চায়…

    ঘুম থেকে উঠে যাও আর শুভ নববর্ষের প্রচুর শুভাশিস রইলো তোমার জন্যে…

Leave a comment