নব- নীলকন্ঠ

শান্তি হ’ল চম্পট, সুখ শহরে নাইকো।
রাতবিরেতে লম্পট, দিনে ঘোরে psycho।।

যস্মিন কালে যদা-কাস্টম
কানে হেডফোন, বেশে বোষ্টম।
হাট-বাজারে বিকিকিনি
সাগর-স্নানে গায়ে বিকিনি ॥

নেপোয় মারে দই!
দারওয়ান গেল কই?

রাখো তুমি কাছে তোমার হাইডিগার আর কাফকা,
শিশি থেকে দিও লেড়ো গেলাসে এক চাপকা॥

ভেঙে দিয়ে সুন্দর সাজানো এই দিল-টি
একদিন মনে হবে তোমার, তুমি গিল্টি॥

নীলকন্ঠ মল্লিক-এর অন্যান্য

আরো কাব্য

ফিনিশ হল জিনিস এমন প্যাকেটভরা ক্রাঞ্চি।
ভেবে না পাই এবার কি খাই অন্তরে তাই কাঞ্চি॥

পাইরাশি না পিরাসি?
যেমন একাশীর পর বিরাশী
যেমন কুম্ভের পর মীনরাশি
তেমন পিরাসি কনস্পিরাসি।

অস্কার নস্কর – ভাস্কর তস্কর।
Nascar-এ কার পুরস্কার?
তিরস্কার আর চির-স্কার!

একটি আধুনিক প্রবাদ
দানা নাই খাইবার
বসতে চাই ডাইপার।

বড়দিন
ইশকাপনের বিবি আর মাস্কর্পনের কেক।
সকাল-সকাল পিকনিক আর বিকেলবেলায় ঠেক॥