… আয় রে খোকা, যাবি জোকা, তরী করবে পার
এসপ্ল্যানেডে সাঁতার কেটে যাওয়া হল ভার
কলিকালে বাদল দিনে বলেন কর্পোরেশন
ঝরবে যত সহজ তত আর্বান ইরিগেশন
গাঙ্গে এলো জোয়ার
বালির বস্তা দুয়ার
বরষার হল আগমন চারিদিকে দেখি জল
আর্দ্র বাতাসে জীবাণু চড়ানো পকেটে তিনিডাজল
আষাঢ় শ্রাবণ মশার কামড় যুক্ত হল এমন
লোকাল ট্রেনে যাত্রী চেনে র চা আর লেমন
জমেছে জল টলমল
বাঙ্গুর থেকে বেহালা
পড়েছে গাছ
So much
উপচে ব্যথার পেয়ালা |
এহেন দিনে নিয়েছে চিনে
প্রবাসী বঙ্গসন্তান
কবিতার পাঠ সচিন সপাট
ভালোমানুষ অনির্বান
ফাটাফাটি বস 🙂
deal for ideal kolkatatian poem.
haoar dapot, dhapash redfort
abeger jol, bonnaye vasalo
sobuj court, sadharon manush,
najehal, ashadharon eki dapot.
এটাও দারুণ হয়েছে 🙂
দেখে যা , যা অনির্বাণ
বরুন দেবের কি অভিমান।
ভাবিল না ছাড়ার আগে মূত্র
কলিকাতায় নেই আর ওর দৌহিত্র।
এখন নারী ই সব
জল নয়; মাটি আর মানুষের রব।
স্টার আনন্দের আনন্দ আজ
খিচুরি আর ডিম ভাজা থাক,
পড়ে থাক সব কাজ।
গাবলু তোমার তুলনা পাওয়া ভার 🙂